Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় উদ্ধার কঙ্কাল নিখোঁজ যুবদল নেতার লাশ হিসেবে জানাজা

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

কেন্দুয়ায় উদ্ধার কঙ্কাল নিখোঁজ যুবদল নেতার লাশ হিসেবে জানাজা

নেত্রকোনার কেন্দুয়ায় উদ্ধারকৃত অজ্ঞাত কঙ্কাল লাশ হিসেবে সামনে রেখে নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের নামে জানাজা হয়েছে। পুলিশ নিখোঁজ শামীমের লাশ শনাক্তে নিশ্চিত নয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার গণ্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের আলিয়া মাদ্রাসা মাঠে বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলালসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মনকান্দার বিরান্দরি বিলে উদ্ধার হওয়া গলিত কঙ্কালটি শামীমের এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার ও স্থানীয়রা। 

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, জানাজার বিষয়টি অবগত হয়েছি। তবে শামীম কিনা আমরা নিশ্চিত নই। আমরা ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছি। টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, সম্পূর্ণ প্রসেসিংয়ের জন্য এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।

প্রসঙ্গত, গত ২ জুলাই দিবাগত রাতে গণ্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে শামীম নিখোঁজ হয়েছিলেন৷ পরে তার বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের আদেশে গত ২৫ জুলাই কেন্দুয়া থানায় মামলা হয়। এর আগে গত ৩ জুলাই থানায় এ বিষয়ে একটি জিডিও করেন তিনি।

নিখোঁজ শামীম মনকান্দা গ্রামের আক্কাছ আলীর ছেলে। তিনি গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম