‘বিএনপি ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়’
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে তাদের দলীয় লোকজন স্বর্গরাজ্য তৈরি করেছে। দেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে প্রচার-প্রচারণা ও উঠার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিলানী, শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বিএনপি নেতা হারুন অর রশিদ, মনির হোসেন, যুবদল নেতা রওশন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন ও সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আব্দুর রহিম। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল মুজাহিদ মল্লিক আরও বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশ ৩০ বছর পিছিয়ে গেছে। বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ এতদিন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাতারে থাকত।
তিনি বলেন, বিএনপি একটি বড় একটি রাজনৈতিক দল। এখানে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে। একাধিক ব্যক্তি মনোনয়ন চাইতেই পারেন। বিএনপি যাকে যোগ্য প্রার্থী মনে করবেন তাকে মনোনয়ন দেবেন। যাকে মনোনয়ন দেবেন সকলেই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করে এ আসন বিএনপিকে উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তাহলেই এ আসন আমাদের হাত ছাড়া হবে না।
আলোচনা সভা শেষে ওই এলাকায় রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিলি করা হয়।
