Logo
Logo
×

সারাদেশ

পটিয়ায় ব্যাংকারদের আন্দোলনে সংঘর্ষের ঘটনায় মামলা

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

পটিয়ায় ব্যাংকারদের আন্দোলনে সংঘর্ষের ঘটনায় মামলা

ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় ব্যাংকারদের আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

জানা গেছে, ইসলামী ব্যাংকে বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করায় রোববার সকালে ব্যাংকের কর্মকর্তাদের কাজে যোগ দিতে বাধা দেন পটিয়া শাখা ম্যানেজার। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকার ও স্থানীয় লোকজন ইসলামী ব্যাংক পটিয়া শাখা গেটে তালা দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়াহিদুল হক রিকু, সুমন, রিপন, মামুন সিকদার, মো. সোহেল, মো. মুসা, আবুল কাসেম আহত হন। সংঘর্ষে তিন পুলিশও আহত হয়। 

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। তবে কেউ গ্রেফতার নেই। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম