Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে দম্পতিকে কুপিয়ে জখম

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে দম্পতিকে কুপিয়ে জখম

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাগলপুর গ্রামে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে। এ সময় হামলাকারীরা গৃহবধূকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুসলিমা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে মঙ্গলবার সকালে মো. আরিফ হোসেন ও তার স্ত্রী মুসলিমা বাড়ির একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন ও তার সহযোগী কয়েকজন মিলে তাদের বাধা প্রদান করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুসলিমার ওপর হামলা চালায়।

হামলাকারীরা আরিফ হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় আরিফ হোসেনকে বাঁচাতে তার স্ত্রী মুসলিমা এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে ও শ্লীলতাহানি করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ভুক্তভোগী মুসলিমা বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন আমাদের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় হত্যার উদ্দেশ্যে তারা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার (ওসি) তদন্ত রাশেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম