Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম

খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

ছবি: যুগান্তর

চার দিন পর খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় তাদের ফেসবুক পেইজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জুম্ম ছাত্র-জনতা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ কর্মসূচি মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া জুম্ম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এবং ২৮ সেপ্টেম্বর শান্তিপূর্ণ অবরোধ চলাকালে গুইমারার রামসু বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আহুত আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের কাছে ৮ দফা দাবিনামা উপস্থাপন করে, যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেওয়া হয়। 

পাশাপাশি প্রশাসন জানিয়েছে, অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে। এছাড়া গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা অবহিত হয়েছি। 

জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম