Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপূজায় ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বেড়েছে

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম

দুর্গাপূজায় ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বেড়েছে

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত আগের তুলনায় বেড়েছে। প্রতিদিন ১৮০ থেকে ২০০ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করছেন, আগে ১০০ থেকে ১৫০ জন যাতায়াত করতেন।

বতর্মানে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় যাত্রীরা চলাচল করছেন। এদিকে যাত্রীদের দ্রুত ভ্রমণের জন্য সব ধরনের সহযোগিতা করছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

চলতি বছরের আগস্ট মাসে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান ২ হাজার ৪০২ জন এবং ভারত থেকে বাংলাদেশে আসেন ২ হাজার ৬৬৫ জন পাসপোর্টধারী যাত্রী। 

চলতি সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ভারতে যান ২ হাজার ৯৩৭ জন এবং ভারত থেকে বাংলাদেশে আসেন ২ হাজার ৯৪১ জন পাসপোর্টধারী যাত্রী। 

এ বিষয়ে কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। তারা বলেন, আমাদের মধ্যে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় যাত্রী সংখ্যা বেশি। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় সনাতন ধর্মালম্বীদের অনেকেই ভারতে পূজা উদযাপন করতে যেতে পারছেন না। 

তবে মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় ভারতে এবং বাংলাদেশে যাতায়াত করছেন অনেকেই। যদি ট্যুরিস্ট ভিসা চালু করা হয় তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। 

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব বলেন, ইমিগ্রেশনে আসা বৈধ পাসপোর্টধারী যাত্রীদের সব ধরনের কাগজপত্র যাচাইপূর্বক সব ধরনের সহযোগিতা করছে হিলি ইমিগ্রেশন।  সব ধরনের ভিসা চালু করলে এই পথ দিয়ে যাত্রী পারাপার আরও বাড়বে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম