Logo
Logo
×

সারাদেশ

সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ

Icon

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর আলী (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর স্কুলপাড়া মাঠে শূন্যরেখা থেকে তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। বদর একই এলাকার করিম আলীর ছেলে।

বদর আলীর স্ত্রী জোসনা খাতুন বলেন, সকালে একজন আমাদের খবর দেন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। সে এখন কেমন আছে, বেঁচে আছে কী মেরে ফেলেছে কিছুই জানি না।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম নামের একজন জানান, সকাল ৭টার দিকে  বদরকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তিনি দূর থেকে দেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সীমান্ত থেকে বাড়ি ফেরেন বদর আলী। পরে রাত ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে বের হন তিনি। বুধবার সকাল ৭টার দিকে তারকাঁটার দিক থেকে বদর আলীসহ কয়েকজন ফিরছিল। এ সময় বদর আলীকে এক বিএসএফ ধরে লাঠি দিয়ে আঘাত করে। পরবর্তীতে তিনি তাকে পালটা মেরে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় পেছন থেকে আরও কয়েকজন বিএসএফ তাকে ধরে ফেলে। পরে তাকে মারধর করতে করতে নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে কী কারণে বিএসএফ বদরকে ধরে নিয়ে গেছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। 

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ঘটনাটি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা তাকে আটকে রেখেছে বলে জানিয়েছে। আমরা ইতোমধ্যে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম