Logo
Logo
×

সারাদেশ

সংসদে আইন পাশ করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে: আমির খসরু

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম

সংসদে আইন পাশ করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে: আমির খসরু

ছবি: যুগান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হলে দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। 

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপে শুভেচ্ছা পৌঁছে দেন আমির খসরু। 

এ সময় তাকে স্বাগত জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুভেচ্ছা গ্রহণ করেন কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম