Logo
Logo
×

সারাদেশ

মধুপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামীর মৃত্যু, স্ত্রীর জীবন শঙ্কায়

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০১:১৭ এএম

মধুপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামীর মৃত্যু, স্ত্রীর জীবন শঙ্কায়

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আপন (২৫) জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর শহরের মূলবাড়ীর রবিউল ইসলামের ছেলে। 

এ ঘটনায় নিহত আপনের স্ত্রী ফারজানাকে (১৯) আশঙ্কাজনক অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা হারুন জানান, তার ভাতিজা আপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী ফারজানাকে নিয়ে মোটরসাইকেলযোগে চাকরির স্থল থেকে ছুটিতে সরিষাবাড়ী ফিরছিলেন।

মধুপুর থানার এসআই খন্দকার জিয়াউল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও চলন্ত কাভার্ডভ্যান (ঢাকা-উ ১১-০০০৭) একে অপরকে অতিক্রম করতে চেষ্টা করে। 

এ সময় বিপরীত দিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পেঁচিয়ে থেঁতলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন প্রাণ হারান। লাশ মর্গে পাঠানো হয়েছে। 

এ দুর্ঘটনায় স্ত্রী ফারজনা মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম