Logo
Logo
×

সারাদেশ

অগ্নিদগ্ধ শাহনাজের মৃত্যু, সেই নারী সুদি কারবারির ঘরে জনতার আগুন

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম

অগ্নিদগ্ধ শাহনাজের মৃত্যু, সেই নারী সুদি কারবারির ঘরে জনতার আগুন

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে অগ্নিদগ্ধ হওয়া শাহনাজ বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছেলে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নারী সুদি কারবারি নাছিমা বেগমের ঘরে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। 

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, জনতা সুদি কারবারি নাছিমা বেগমের দুটি ঘরে লুটপাট চালায় এবং একটি আধাপাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শাহনাজের মৃত্যু হয়। 

ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা ও ফরিদগঞ্জ থানার ওসি শাহআলম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   

অগ্নিকাণ্ডের বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম বলেন, উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

মৃত শাহনাজ বেগমের স্বামী আমিনুল খান জানান, সুদি কারবারি নাছিমা বেগমের সঙ্গে বিগত কয়েক মাস ধরে সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার আমার স্ত্রীকে মারধরও করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নাছিমা বেগম আমার স্ত্রীকে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে বুধবার তার মৃত্যু হয়। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি শাহআলম বলেন, অভিযুক্ত নাছিমা বেগমের ঘরে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম