Logo
Logo
×

সারাদেশ

মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম

মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ছবি: যুগান্তর

নবাবগঞ্জের এক জামায়াত নেতা ও মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ তলার এক সভাকক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন তিনি। ভুক্তভোগী ছাত্রী ওই হাসপাতালে চিকিৎসাধীন।

লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থীর মা জানান, বাগমারা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী ২৩ সেপ্টেম্বর তার মেয়েকে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। এ সময় ওই অধ্যক্ষ তাকে ছুরি প্রদর্শন করে ভয় দেখান। যাতে সে কাউকে এ কথা না বলে। এদিকে ৩০ সেপ্টেম্বর ওই ছাত্রী মাদ্রাসায় গেলে ওই দিন দুপুরে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তার মা গিয়ে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে বুধবার দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাত্রীর মা জানান, তার মেয়ে অসুস্থ, ভয়ে কথা বলতে পারে না। সব সময় আতঙ্কে থাকে। মানুষ দেখলে চমকে উঠে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। এছাড়া আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে ইন্ধন জোগাচ্ছে।  

এদিকে এ ঘটনা নিয়ে গত ২৪ ঘণ্টায় নবাবগঞ্জে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার রাতে খবর পেয়ে ওই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

এ ঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর খবর নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম