Logo
Logo
×

সারাদেশ

চাচাশ্বশুরকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

চাচাশ্বশুরকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের ঝগড়ায় জড়িয়ে চাচাশ্বশুরকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাতিজি জামাই। শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মুক্তু মিয়া কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। অপরদিকে ঘাতক সোহেল মিয়া হলেন মুক্তু মিয়ার বড় ভাই মফিজ মিয়ার জামাতা ও পার্শ্ববর্তী ভরা গ্রামের অধিবাসী।  

এলাকাবাসী সূত্রে  জানা গেছে, কিছুদিন আগে নিহত মুক্তু মিয়ার প্রবাসী ছেলেকে মোবাইল ফোনের সম্মতিতে বিয়ে করানো হয়। বিয়ের কিছুদিন পরই স্ত্রী পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে বড় ভাই মফিজ মিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে ছোট ভাই মুক্তু মিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।

ওই বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় পাশেই কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিলেন মফিজ মিয়ার জামাতা সোহেল। একপর্যায়ে সোহেল মিয়াও শ্বশুরের পক্ষ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং কোদাল দিয়ে মুক্তু মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। মুমূর্ষু অবস্থায় মুক্তু মিয়াকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মিঠামইন থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম