Logo
Logo
×

শেষ পাতা

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত সংবাদকর্মী

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত সংবাদকর্মী

বাগেরহাট শহরে সন্ত্রাসী হামলায় সংবাদকর্মী হায়াত উদ্দিন (৪০) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের হাড়িখালি বটতলায় নিজ বাড়ির কাছে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলার শিকার হন হায়াত। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী কচাতলা এলাকার নিজাম উদ্দিনের ছেলে হায়াত ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি হিসাবে কাজ করতেন। জানা যায়, হায়াতের সঙ্গে সাবেক যুবদল নেতার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও হায়াত হামলার শিকার হয়েছেন। হায়াত বাগেরহাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম