Logo
Logo
×

সারাদেশ

সাতদিনেও খোঁজ মেলেনি ৫ জেলের

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম

সাতদিনেও খোঁজ মেলেনি ৫ জেলের

ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের ৫ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে এক সপ্তাহেও ফেরেনি। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলেঘাট থেকে একটি নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পায়নি পরিবার।

নিখোঁজ জেলেরা হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

নিখোঁজ মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন, আমার ভাইয়ের সঙ্গে আরও চার জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সাধারণত তারা দুদিন পরপর ফিরে আসে। কিন্তু সাতদিনেও তাদের খোঁজ নেই। এছাড়া সমুদ্রে মাছ ধরায় এখন নিষেধাজ্ঞা চলছে। 

তার ধারণা, নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সগীর বলেন, ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ রয়েছে, এখনো তাদের কোনো খবর নেই। 

এদিকে বিষয়টি ইতোমধ্যে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু হবে।

কুয়াকাটা নৌ-পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম