Logo
Logo
×

সারাদেশ

জাসাস নেতার অডিও ভাইরাল

সাংবাদিক পরিচয়ে শিক্ষককে গালিগালাজ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৭ এএম

সাংবাদিক পরিচয়ে শিক্ষককে গালিগালাজ

কুমিল্লার তিতাসে সাংবাদিক পরিচয়ে উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সি এক প্রধান শিক্ষককে গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। 

তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরানকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

সাংবাদিক পরিচয়দানকারী সোহেল মুন্সি তিতাস উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ভাইরাল হওয়া ৪ মিনিট ১৫ সেকেন্ডের ওই কথোপকথনের অডিওতে শোনা যায়, জাসাস নেতা সোহেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রধান শিক্ষক আলী গোফরানকে বলেন, আমি সাংবাদিক সোহেল মুন্সি, আপনি কই আছেন।

শিক্ষক বলেন, আমি ছুটি নিয়ে কুমিল্লায় আছি। আপনার নামে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে এলাকায়, আপনি কখন আসবেন? আইসা দেখা কইরেন, না হয় নিউজ করে দিব, এরপর বুঝবেন।  

কি নিউজ করবেন- শিক্ষকের এমন প্রশ্নে বলেন, ওই যে মেয়েরা  আপনার নামে কমপ্লেইন দিছে।  

এভাবে কথা বলে একজন হেড স্যারের সঙ্গে শিক্ষকের এমন প্রশ্নে সোহেল বলেন, ‘ওই মিয়া আমনে কি মাস্টর, ছাগলের ঘরের ছাগল, তুই আমারে সালাম দিছিলি, আমি যে সালাম দিছিলাম, সালাম লইছিলি। বেআক্কল কোনখানের!’ 

শিক্ষক- এভাবে কথা বলে?

সোহেল মুন্সি- ‘ওই মিয়া আপনের থেকে আমার কথা শিখতে অইবো, ওই কোন স্কুলের মাস্টার আমনে মিয়া, বড় বড় হাইস্কুলের মাস্টাররাও আমগো লগে এইভাবে কথা বলে না। ফাজলামি---(অশ্লীল) মিয়া।--- আমি একজন সাংবাদিক পরিচয় দিছি, তারপরও আপনি আমার সঙ্গে তর্ক করেন। যত বড় চাকরি করেন তার চেয়ে বেশি ভাব লন, ওই মিয়া শিক্ষা অফিসাররাও তো আমাদের সঙ্গে এইভাবে কথা বলে না।’

শিক্ষক : কিভাবে কথা বললাম, আমি আপনাকে আপনি করে বলছি।

সাংবাদিক : ওই বান্দির পুত আমাকে আপনে করে বলবি না আমি কি ছুটকা? আমি কি ফাইভে পড়ি?  বদমাশি করার একটা সীমানা রাহিস কইদিলাম। 

পুরো কথোপকথনে প্রধান শিক্ষকের উদ্দেশে সোহেল মুন্সিকে অশালীন কথাবার্তা বলতে শোনা যায়।

প্রধান শিক্ষককে এমন গালিগালাজের অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষক কমিটির সভাপতি বাতাকান্দি সরকার আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বলেন, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী গোফরানকে ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে একজন রাজনৈতিক নেতা যে ভাষায় গালমন্দ করেছে তা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব এবং সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাব।

এদিকে কুমিল্লাউত্তর জেলা জাসাসের সভাপতি কামাল পারভেজ ডালিম বলেন, ‘সোহেল মুন্সির বিষয়টি আমরা শুনেছি। এর আগেও তাকে আমরা শোকজ করেছিলাম, তখন ক্ষমা চেয়ে দলে থেকে যায়। এখন যে অপরাধ করেছে, তা ক্ষমার অযোগ্য। খুব শিগগিরই  সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম