আ.লীগ নেতা শেখ তোফাজ্জল গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তোফাজ্জল হোসেন ছুরুককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি সহিদউল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরোদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

