Logo
Logo
×

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে পদযাত্রা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে পদযাত্রা

লালমনিরহাটে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রংপুর বিভাগের পাঁচ জেলার যৌথ কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে জেলা শহরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা বের করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

পদযাত্রায় তিস্তাপারের হাজারও মানুষ অংশ নেন। এ সময় তারা দেশীয় অর্থায়নে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তিস্তাপাড়ের হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য ও দুই কোটি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার দাবি জানান।

লালমনিরহাটের পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহেদুল ইসলাম পাটোয়ারীসহ তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতারা।

এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) বিভাগীয় শহর রংপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান।

ওই দিন আসাদুল হাবিব দুলু বলেছিলেন, স্বৈরাচারী পতিত সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্নতরীকে কথার জালে ডুবিয়ে দিয়েছিল। আমরা আর আশাহত হতে চাই না। নির্বাচনি তফসিল ঘোষণার আগেই রাষ্ট্রের নিজস্ব অর্থায়নে নভেম্বরে কাজ শুরু করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম