Logo
Logo
×

সারাদেশ

আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কয়েক গ্রাম, আহত ৩

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম

আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কয়েক গ্রাম, আহত ৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি গ্রাম। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ ঝড়ে মুহূর্তের মধ্যেই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উড়ে যায় টিনের চাল, উপড়ে পড়ে অসংখ্য গাছপালা।

স্থানীয়রা জানান, ঝড়ে টিন ও ইটের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬) নামে তিনজন আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, সকাল থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিটের ঝড়ে বহু ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে। ঝড়টা আরও কিছুক্ষণ স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতো।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হচ্ছে। তাদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম