|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের ঘটনার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। লাশ গুমের অভিযোগে তাকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন আকন (৩৫) বরিশালের মুলাদী উপজেলার তয়কা গ্ৰামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু বলেন, ঘটনার ৪ মাস আগে সোহরাব ভুক্তভোগীর আগের স্বামীকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তালাক দিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন সোহরাব। টাকা না দেওয়ায় আসামি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভুক্তভোগীকে মারধর ও হয়রানি করতে থাকেন। একপর্যায়ে ২০১৩ সালের ১ ডিসেম্বর ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন ডলি বেগম বাদী হয়ে ওই বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্তে পুলিশ আসামির সম্পৃক্ততা পেয়ে চার্জশিট প্রদান করে। এ ঘটনায় রোববার ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
