Logo
Logo
×

সারাদেশ

গলায় ছুরিকাঘাতের চিহ্ন, যুবকের মৃত্যু নিয়ে জল্পনা

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম

গলায় ছুরিকাঘাতের চিহ্ন, যুবকের মৃত্যু নিয়ে জল্পনা

দিনাজপুরের কাহারোলে শ্বশুরবাড়িতে গিয়ে গলায় ছুরিকাঘাতে সুব্রত রায় (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন, নাকি এটি পরিকল্পিত হত্যা- এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। পুলিশ বলছে- প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

রোববার (৫ অক্টোবর) কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সুব্রত রায় কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের হাসুয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের শংকরপুর গ্রামের সনু রাম রায়ের মেয়ে বিউটি রানীর সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় সুব্রত রায়ের। বিয়ের কিছুদিন পরেই পারিবারিক কলহ শুরু হলে একপ্রকার বিচ্ছেদে পরিণত হয় তাদের দাম্পত্য জীবন। স্ত্রী বিউটি রানী চলে আসেন বাবার বাড়িতে।

তারপরও সুব্রত রায় স্ত্রীর টানে শ্বশুরবাড়িতে যাওয়া-আসা করতেন। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় শ্বশুরবাড়িতে আসেন সুব্রত রায়। সেখানে স্ত্রী বিউটি রানী ও শাশুড়ি মনিকা রানী রায়ের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হলে একপর্যায়ে প্রথমে স্ত্রী ও পরে শাশুড়িকে ছুরিকাঘাত করে জখম করে বাড়ি থেকে বের হয়ে যান সুব্রত রায়।

এর কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির অদূরে সুব্রত রায়কে ধানখেতে গলাকাটা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। স্থানীয়রা ৯৯৯-এ পুলিশকে খবর দিলে কাহারোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় সুব্রত রায়কে উদ্ধার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রোববার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সুব্রত রায়।

এ ব্যাপারে কাহারোল থানার ওসি মো. সোহেল রানা বলেন, স্থানীয়রা কেউ কেউ বলছেন- স্ত্রী ও শাশুড়িকে ছুরি দিয়ে কোপানোর পর তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তবে যে যাই বলুক বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষেই প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।

এদিকে ছুরিকাঘাতে জখম শাশুড়ি মনিকা রানী রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্ত্রী বিউটি রানীকে জিজ্ঞাসাবাদের জন্য কাহারোল থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম