Logo
Logo
×

সারাদেশ

১৩ সেকেন্ডের প্রলয়ে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:১৫ এএম

১৩ সেকেন্ডের প্রলয়ে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও

মাত্র ১৩ সেকেন্ডের এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায়  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পাঁচ গ্রামের তিন শতাধিক পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আকস্মিক দুর্যোগে বহু ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকাটি সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপজেলার পাড়িয়া ও বড় পলাশবাড়ী ইউনিয়নের পাঁচটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ের তীব্রতায় বহু ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে, বিশাল আকারের গাছপালা উপড়ে পড়েছে এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই বিপর্যয়ে বেশ কয়েকজন মানুষ ও গবাদি পশু আহত হয়েছে। এছাড়াও বর্তমানে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। 

ক্ষতিগ্রস্ত বহু পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে পাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রুবেল মিয়া দ্রুত সরকারি ত্রাণ ও সহযোগিতার দাবি জানিয়েছেন।            

ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, বাসস্থান ও চিকিৎসার দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ে সহায়তা পৌঁছানোর কাজ শুরু হবে বলে জানা গেছে।    

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম