কুমিল্লায় গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ীর ঢামেকে মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ গ্রামের মুদি ব্যবসায়ী মো. দিদার (৩৫) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে সাতটার দিকে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত
দিদার ওই গ্রামের আমিন
মিয়ারের ছেলে এবং নিজ
গ্রামের একটি মুদি দোকান
চালাতেন। নিহতের বড় ভাই আব্দুর
রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর
বিকালে পূর্ব শত্রুতার জের ধরে একই
এলাকার ফজলে মিয়া নামের
এক ব্যক্তি দিদারকে দোকানের পাশে গুলি করেন।
গুলির আঘাত ভুম্বিতে লেগে
তিনি আহত হন। স্থানীয়ভাবে
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তার অবস্থা
খারাপ হলে ১ অক্টোবর
তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক
পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন,
আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল; আজ সকালে চিকিৎসাধীন
অবস্থায় তিনি মারা যান
এবং লাশ ময়নাতদন্তের জন্য
মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি
জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার
সঠিক তদন্তে নামিয়েছে বলে পরিবার জানায়।

