কিশোর প্রেমের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের রাজৈরে কিশোর প্রেমের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ম শ্রেণির এক ছাত্র ও এক ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ ঘটনা প্রকাশ পেলে তিন মাস পূর্বে ওই মেয়েকে বিয়ে দেয়। পরে প্রেমিককে মাদারীপুর সদর থানার জালালপুর মেয়ের খালার বাড়িতে ডেকে নিয়ে বেদম মারপিট করে পরিবারের লোকজন।
এ ঘটনার জের ধরে তিন মাস যাবত দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে দুইপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, পূর্বশত্রুতার জের ধরে পাখুল্লা বাজারে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
