Logo
Logo
×

সারাদেশ

কোটি টাকার শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

কোটি টাকার শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ হয়েছে। রোববার গভীর রাতে ও সোমবার ভোরে জেলার দুই উপজেলা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য জব্দ কর হয়। একই সঙ্গে কিছু মাদক জব্দ করা হয়েছে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে কসবা উপজেলার সীমান্ত এলাকার ২০৩৯/এম পিলারের কাছ থেকে এক হাজার ৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য প্রায় এক কোটি তিন লাখ ৮৩ হাজার টাকা। এসব শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, রাত পৌনে ৩টার দিকে বিজিবির টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ ৯৮ হাজার টাকা মূল্যে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। এসব ফুচকা কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া সোমবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কফ সিরাফ সিরাপ জব্দ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম