Logo
Logo
×

সারাদেশ

রামগতিতে গণঅধিকার পরিষদের নতুন কমিটি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

রামগতিতে গণঅধিকার পরিষদের নতুন কমিটি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা গণঅধিকার পরিষদের ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাজু আহমেদকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গণঅধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ মাহমুদ ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সোলায়মান চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, সহ-সভাপতি আলমগীর হোসেন, মাহফুজুর রহমান, রাতুল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, হুমায়ুন কবির, তৌফিক হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক সাখাওয়াত ইমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল গণি, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুম ও ৫ জনকে সদস্য করা হয়।

গণঅধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সোলায়মান চৌধুরী বলেন, মানুষের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতারা গণমানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম