সরকারি কোয়ার্টারে গাঁজাসেবন, তিন যুবক কারাগারে
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে সরকারি কোয়ার্টারের ভেতর গাঁজা সেবনকালে তিনজনকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের সূর্য্যরগাঁও গ্রামের সত্য রঞ্জন দাসের ছেলে চয়ন দাস, পার্শ্ববর্তী ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জুবায়ের, একই গ্রামের ফয়সল মিয়ার ছেলে বাবু।
মঙ্গলবার আটককৃতদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপির মিডিয়া সেল জানায়, সোমবার সন্ধ্যায় জেলার তাহিরপুর উপজেলা সদরে সরকারি কোয়ার্টারের ভেতর বসে আয়েশি কায়দায় গাঁজাসেবন করছিলেন চয়ন দাস ও জুয়ায়ের বাবুসহ তিনজন। খবর পেয়ে তাহিরপুর আনসার ও ভিডিপির তাহিরপুর উপজেলার টিআই মো. হাসিবুল তারেকের নেতৃত্বে একদল আনসার ও ভিডিপি সদস্য অভিযান চালিয়ে কয়েক পুরিয়া গাঁজাসহ তাদের আটক করেন।
আলামতসহ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে নগদ অর্থদণ্ড আদায় এবং ৬০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
