Logo
Logo
×

সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কৃষক দল নেতার ওপর হামলা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কৃষক দল নেতার ওপর হামলা

ফরিদপুর মহানগর কৃষক দলের সহ-ক্রীড়া সম্পাদক ফিরোজ শেখের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখের (৩৭) ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত ফরিদ শেখকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদ শেখ ফরিদপুর পৌরসদরের ১নং ওয়ার্ডের বৈঠাখালী মহল্লার মো. মান্নান শেখের ছেলে।

ফরিদের স্ত্রী জুঁই বেগম জানান, ফরিদ শেখ মোটরসাইকেলযোগে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে ফিরোজ শেখ তার কয়েক সহযোগী নিয়ে নিয়ে ফরিদের ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে তার মাথায় ৬টি সেলাই লেগেছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গণেশ কুমার আগরওয়ালা জানান, আহত ফরিদকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাথায় কিছু সেলাই লেগেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য ও দলীয় আভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ দুই দিন আগে ফিরোজ শেখকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। গত শনিবার ফরিদ শেখ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে মহানগর কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, ফিরোজ শেখের বাবা মাচ্চর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ‘ফিরোজকে এলাকায় কিংবা ফরিদপুরে কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি’-সে কিভাবে মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক হয়!’ এর দুই দিনের মাথায় হামলার ঘটনা ঘটল।

ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মো. মামুন অর রশিদ জানান, স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তাছাড়া এ কমিটি হয়েছে দেড় বছর আগে। ফিরোজ ফরিদপুর মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক নয়, সহ-ক্রীড়া সম্পাদক।

তিনি বলেন, দুই দিন আগে ফেসবুক পোস্ট আমি দেখেছি। ফিরোজের বাবা আওয়ামী লীগের নেতা কিনা তা আমার জানা নেই, তবে বাবা আওয়ামী লীগের নেতা হলে ছেলে বিএনপি, জামায়াত করতে পারবে না- তা নয়।

তিনি দাবি করেন, ‘ফিরোজ আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন।’

কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. আসাদ উজ্জামান জানান, ধুলদি এলাকায় মারামারির ঘটনায় একজন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম