Logo
Logo
×

সারাদেশ

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ভিডিও ভাইরাল, ২ যুবক আটক

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ভিডিও ভাইরাল, ২ যুবক আটক

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সোমবার বিকালে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।  

আটকরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহিদের ছেলে সাহা (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রাতে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। আটক বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় ১৫টি ও সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।  

উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাত দল। ঘটনার সময় অপর একটি গাড়িতে থাকা ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।  

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার তিন দিন পর আমরা ভিকটিমদের খুঁজে বের করেছি। তারা একই পরিবারের সদস্য। জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্ব চরপাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম তার ছেলেমেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে প্রাইভেটকারে ফিরছিলেন। ফেরার পথে তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে ডাকাতির কবলে পড়েন। ডাকাতদের হামলায় জাহিদুল ইসলাম ও তার মেয়ে জান্নাতুল গুরুতর আহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম