Logo
Logo
×

সারাদেশ

ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেফতার

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেফতার

নেত্রকোনার মদনে ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে মদন বাজার এলাকার তার নিজ বাসা থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়। 

ফাহাদ উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটের ছেলে। তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের মদন বাজার এলাকায় বসবাস করছেন। 

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফাহাদ ‘বঙ্গ টাইমস’ নামের একটি ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন ধরনের সংবাদ উপস্থাপন করে আসছে। নিজেকে সম্পাদক দাবি করে তার ফেসবুক আইডির জন্য সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

‘বঙ্গ টাইমস’ আইডি দিয়ে সম্প্রতি হিন্দু ধর্মের দেবতার ছবি বাথরুমে ফেলে হারপিক ঢেলে ভিডিও প্রকাশ করে। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে সোমবার রাত অভিযান চালিয়ে ফাহাদকে আটক করে পুলিশ। এ ঘটনায় মদন থানার এসআই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মঙ্গলবার ফাহাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় মামলা দায়ের করেন। তাকে মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠায়। 

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার বিকালে নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম