মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতের দিকে এনামুল মাছ ধরার জন্য পাশের ডোবা জমিতে যান। এ সময় একটি বিষাক্ত সাপ কামড় দেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে প্রথমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুর যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত এনামুল হক সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের ছেলে।

-68e631749a64a.jpg)