চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার নড়াইলের সুলতান কমপ্লেক্সে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শিল্পীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে শিল্পীর বাসভবনে কুরআনখানি, শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এ কিংবদন্তি চিত্রশিল্পী। উল্লেখ্য, ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মারা যান।
