বাঘায় প্রেমের কারণে কলেজছাত্রীর আত্মহত্যা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় প্রেমঘটিত কারণে কলেজছাত্রী ইসরাত জাহান সুমি (১৭) আত্মহত্যা করেছে। সে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার (১০ অক্টোবর) লাশ উদ্ধার করে থানা পুলিশ।
মৃত সুমি বাঘা শাহদৌলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে বাঘা পৌরসভার পাকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
সুমি বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকাল ৮টার দিকে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় শয়ন কক্ষের জানালা ভাঙা হয়। এ সময় তারা সুমিকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। লাশ উদ্ধার করে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ভিকটিমের আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক সুমি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

