বিএনপি নেতার মিথ্যা প্রচারণার প্রতিবাদে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি নেতার মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক।
শুক্রবার সকালে শিবালয় উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে ডা. আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে চলেছেন। সম্প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরে তার (আবু বক্কর সিদ্দিকের) পৈত্রিক সম্পত্তিতে নির্মাণাধীন জাতীয় নির্বাচনী প্রচারণা অফিসে হামলা ও ভাঙচুর চালায় আলিমের নেতৃত্বাধীন একদল দুর্বৃত্ত।
এ ঘটনায় শিবালয় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আলিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় এলাকায় উত্তেজনা সৃষ্টি, কুৎসা রটনা ও মিথ্যা প্রচারণায় লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেন জামায়াতের এ প্রার্থী।
ডা. সিদ্দিক বলেন, আব্দুল আলিম বিএনপির নাম ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তার অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ। সম্প্রতি সে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অসত্য, মানহানিকর বক্তব্য দিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সাংবাদিক সমাজকে সত্য উদঘাটনের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, আমার পৈত্রিক সম্পত্তি দখল, দলীয় ভাবমূর্তি নষ্ট ও জামায়াতে ইসলামীকে কলঙ্কিত করার পাঁয়তারা চলছে। বিএনপি হাইকমান্ডের নিকট আহ্বান এমন অপরাধপ্রবণ ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করে বিএনপির ভাবমূর্তি রক্ষা করা হোক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা ওমর ফারুক, নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামী শিবালয় উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তালেব, প্রার্থীর ভাই আব্দুর রফিকসহ দলীয় বিভিন্ন স্তরের নেতারা।
