Logo
Logo
×

সারাদেশ

সস্ত্রীক সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:২৯ পিএম

সস্ত্রীক সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর (৪৬) ও তার স্ত্রী রুমা আক্তারের (৪১) বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার ফরিদপুরের সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা করেন ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ। এতে তাদের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন, মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

জেলা দুদক কার্যালয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধেই অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের ৮ অক্টোবর তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয় এবং ২০২৪ সালের ৬ অক্টোবর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেন দুদক। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ওয়াদুদ মাতুব্বর ও তাঁর স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে এ মামলা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম