Logo
Logo
×

সারাদেশ

দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সকালে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী হওয়া এ সংঘর্ষ পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহবাজপুর ইউনিয়নর ধীতপুর গ্রামর ফরহাদ হোসেন ও সুমন মিয়া নামে এক ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রোববার সকাল ১০টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

সরাইল থানার ওসি মোর্শেদুল আলম সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম