Logo
Logo
×

সারাদেশ

বৃদ্ধ দোকানির লালসার শিকার ৫ বছরের শিশু

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম

বৃদ্ধ দোকানির লালসার শিকার ৫ বছরের শিশু

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আট নং চর কাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় বশির সর্দার নামে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের যৌন লালসার শিকার হয়েছে ৫ বছরের এক শিশু।

শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা থেকে সামান্য দূরে দোকানে চিপস কিনতে গিয়ে লালসার শিকার হয় সে। ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে এগারোটার দিকে স্থানীয়  চরবসু বাজারে চা-দোকানের পিছনে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত বশির ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পেশায় একজন চা দোকানদার।

তবে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় সোমবার (১৩ অক্টোবর) ঘটনাটি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। 

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার প্রতিদিনের মতো মাদ্রাসায় পড়তে যায় সে। দুপুর সাড়ে এগারোটার দিকে মাদ্রাসা সংলগ্ন বশিরের চা-দোকানে সে চিপস কিনতে যায়। এসময় একা পেয়ে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে দরজা বন্ধ করে দেয় বশির। পরে শিশুটির হাতে একটি চিপসের প্যাকেট ধরিয়ে দিয়ে কাউকে না বলতে ভয়ভীতি দেখায় বশির। 

শিশুটির মা বলেন, শিশুটি বাড়িতে আসার পর তার হাঁটাচলার সময় অসংলগ্নতা লক্ষ করেন তিনি। একসময় দেখতে পান মেয়েটির যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করার আগেই পরিবারের সদস্যসহ এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত বশির। একটা পক্ষ বিষয়টি সমাধান করার আশ্বাস দেন তাকে। যে কারণে থানা পুলিশকে জানাননি।  অবশেষে সমাধান না পেয়ে ন্যায়বিচারের জন্য মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

ভুক্তভোগী শিশুটি যুগান্তরকে জানায়, মাদ্রাসা বিরতি দিলে চিপস কিনতে বশিরের দোকানে যায় সে। এ সময় বশির তাকে দোকানের পেছনে নিয়ে একটি চকিতে শুইয়ে শ্লীলতাহানি করে।

সরেজমিনে শিশুটির ফুফা জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, বর্তমান ইউপি সদস্য জসিম উদ্দিনসহ উপস্থিত অন্তত দেড় ডজন স্থানীয় লোকজন জানান, অভিযুক্ত বশির এর আগেও এলাকায় একাধিক ঘটনা ঘটিয়েছেন।  সে একজন লম্পট প্রকৃতির লোক। শিশুটির শ্লীলতাহানির ঘটনায় পুরো এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরার চেষ্টা করেছেন। তবে এর আগেই সে পালিয়ে যায়। তারা বশিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান,  ঘটনাটি তিনি শুনেছেন।  ভুক্তভোগী পরিবার এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

                   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম