এসিল্যান্ডের দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বানিয়াচংয়ের এসিল্যান্ড ইসমাইল রহমানের অব্যাহতভাবে জনগণকে ভোগান্তি, হয়রানি ও জমিদারসুলভ আচরণ এবং আলেম থেকে শুরু করে সর্বসাধারণের সঙ্গে চরম দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে তার স্ট্যান্ড রিলিজ দাবি করা হয়েছে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
সোমবার সকালে স্থানীয় শহীদ মিনারে উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ ফয়ছল আহমেদের সভাপতিত্বে ও এনসিপি বানিয়াচংয়ের সংগঠক সাংবাদিক জীবন আহমেদ লিটনের পরিচালনায় কর্মসূচিতে এ আলটিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা মখলিছুর রহমান, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, প্রেস ক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান, ভুক্তভোগী মুফতি নাসির উদ্দিন সৌরভ, মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফেজ আব্দুল মুকিত প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বানিয়াচংয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন ইসমাঈল রহমান। এরপর থেকেই বানিয়াচংয়ে ভূমি সেবায় চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। শুধু তাই নয়, সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসদাচরণ এবং তার জমিদারসুলভ আচরণের কারণে একাধিকবার স্থানীয় এবং বিভিন্ন জাতীয় দৈনিকে ওই কর্মকর্তা শিরোনাম হন। ফের গত বৃহস্পতিবার বিকালে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সঙ্গে তিনি অশোভন আচরণ করে মারমুখী হয়ে তেড়ে আসেন।
