Logo
Logo
×

সারাদেশ

৩১ দফা বাস্তবায়নে একাট্টা রায়পুরার ৬ মনোনয়ন প্রত্যাশী

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৮ এএম

৩১ দফা বাস্তবায়নে একাট্টা রায়পুরার ৬ মনোনয়ন প্রত্যাশী

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলায় মতবিনিময় সভা করা হয়েছে। এটি বাস্তবায়নে একাট্টা হয়ে নেমেছেন রায়পুরার মনোনয়ন প্রত্যাশীরা।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে পৌর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জনসভাকে ঘিরে বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে। কানায় কানায় ভরে যায় পৌর মাঠ।

এ সময় বক্তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর রায়পুরায় বিএনপিতে মৌসুমী নেতার আগমন ঘটেছে। যার কিনা ১৭ বছরের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা নেই। একটি মামলাও হয়নি তার বিরুদ্ধে। একবারের জন্যও জেলে যাননি। ওই নেতা রায়পুরায় এসে মনোনয়ন কনর্ফাম বলে অপপ্রচার চালাচ্ছেন। 

তিনি বলেন, এদিকে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিভক্তি সৃষ্টি করছে। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে ত্যাগী নেতাকর্মীদের মূলায়ন হবে নাকি মৌসুমি নেতাদের মূল্যায়ন হবে?  

বক্তারা বলেন, তিনি কর্মীবান্ধব নেতা না। তিনি দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের কোনো খোঁজ রাখেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের লোকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তিনি এককভাবে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। আমরা তাকে বয়কট করছি। পাশাপাশি আমরা দলের হাইকমান্ডের কাছে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের মনোয়নয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা তৃণমূলের সব নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর সঙ্গে কাজ করে বিজয়ী করব।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নরসিংদী-৫ রায়পুরা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম