দলিল লেখকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, দুদকের মামলা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক দলিল লেখক মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত মীর মোহাম্মদ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি শহরের রামপুর এলাকায় বসবাস করছেন।
দুদক সূত্রে জানা গেছে, দলিল লেখক হিসেবে কর্মরত অবস্থায় মীর মোহাম্মদের বিরুদ্ধে জালায়িতি এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তিনি ২০২৩ সালের ৮ আগস্ট দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং ১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকা অর্জন করেন।
স্থানীয় দলীল লেখক সমিতির একাধিক কর্মকর্তা জানান, মীর মোহাম্মদ ফেনী জেলায় একটি প্রতারক চক্রের মাধ্যমে ফেনী অফিসের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে সরকার ও মানুষকে ঠকিয়ে কোটি টাকার মালিক হয়েছেন। এ নিয়ে অতীতে বারবার তদন্ত হলেও ফেনী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্তারা তাকে রক্ষা করে দিয়েছেন। আমরা অফিসের দুর্নীতিবাজ লোকদের আইনের আওতায় আনার অনুরোধ করছি।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় গত ১২ অক্টোবর দুদকের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে ফেনী থানায় সোমবার রাতে মামলা দায়ের করেন।
চিন্ময় চক্রবর্তী যুগান্তরকে বলেন, দুদকের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয়েছে। তদন্তের সময় অন্য কারও সংশ্লিষ্টতা বা নতুন কোনো তথ্য পাওয়া গেলে- তা আইনানুগভাবে তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।

-68ee1f2665438.jpg)