১৩ বছর পর আলোচিত উত্তম বড়ুয়ার দেখা মিলল ফ্রান্সে
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে সহিংসতার ঘটনার পর দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় নিখোঁজ থাকা আলোচিত সেই উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে ফ্রান্সে। ফেসবুকে স্ত্রী ও সন্তানসহ ছবি পোস্ট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।
ফ্রান্সের স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশে সোমবার সকালে) উত্তম বড়ুয়া তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘Barua Anirban N Sen’ থেকে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন— ‘দীর্ঘ তেরো বছর তেরো দিন পর আমাদের দেখা। জীবনের স্মরণীয় একটা রাত।’
এরপর একই আইডিতে আরেকটি পোস্টে তিনি লিখেছেন— ‘সকল কল্যাণমিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।’
গবেষক ও সাংবাদিক একেএম আতিকুজ্জামান সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন— ‘উত্তম হারিয়ে গিয়েছিল। ১৩ বছর ১৩ দিন পর অবশেষে তার খোঁজ পেল পৃথিবী। যৌবনের শুরু থেকে পুরো এক যৌবন হারিয়েছে সে। প্রমাণিত মিথ্যা অপবাদে প্রিয় স্বদেশ ছেড়ে পথে পথে ধুঁকেছে উত্তম। এ সময়ে তার পরিবার নিদারুণ কষ্ট সয়েছে। আজ অবশেষে তারা একত্রিত হয়েছে’।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উত্তম বড়ুয়ার স্ত্রী রিতা বড়ুয়া ও ছেলে আদিত্য বড়ুয়া গোপনে ফ্রান্সে যান। ফ্রান্সের একটি বিমানবন্দরে পৌঁছলে সেখানে তাদের অভ্যর্থনা জানান উত্তম। পরে একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজের অস্তিত্ব জানান দেন তিনি।
তবে উত্তম বড়ুয়ার মা মাধু রাণী বড়ুয়া জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, ২০১২ সালের ঘটনার পর থেকে ছেলের কোনো সন্ধান পাইনি, কোনো যোগাযোগও নেই। ফ্রান্সে আছে কিনা, সেটিও জানি না।
রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, উত্তম বড়ুয়াকে ফ্রান্সে দেখতে পাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে নেই। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তম বড়ুয়ার ফেসবুক আইডিতে কুরআন অবমাননাকর একটি ছবি ‘ট্যাগ’ করার জেরে। পুলিশি তদন্তে পরবর্তীতে জানা যায়, পরিকল্পিতভাবে ওই ভুয়া ছবি ব্যবহার করে পরিস্থিতি উসকে দেওয়া হয়েছিল।
সেই রাতে রামু কেন্দ্রীয় সীমা বিহারসহ অন্তত ১৯টি বৌদ্ধবিহার, শতাধিক বাড়িঘর ও আড়াইশর বেশি দুর্লভ বৌদ্ধমূর্তি ধ্বংস করা হয়। সহিংসতায় ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন উত্তম বড়ুয়া। দীর্ঘ ১৩ বছর পর হঠাৎ ফ্রান্সে তার আবির্ভাব আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে রামুর সেই দুঃসহ ইতিহাস।
