মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন বাদী, যা বললেন আসামি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনায় মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় বাদী মিল্টন মুন্সিকে (৫৩) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জমি দখল নিয়ে হুমকি-ধামকির অভিযোগে মিল্টন মুন্সি বরগুনা সদর থানায় একটি জিডি করেন। পরবর্তীতে তিনি মামলা দায়ের করেন মহিউদ্দিন বাদল খান ও নাসির উদ্দিন খানের বিরুদ্ধে। কিন্তু মামলার তদন্ত ও আদালতের শুনানিতে প্রমাণিত হয় যে অভিযোগগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মিল্টন মুন্সি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের শাহজাহান মুন্সির ছেলে। বর্তমানে তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুড়তলা এলাকায় বসবাস করেন।
জানা যায়, মিল্টন মুন্সি অস্ট্রেলিয়া প্রবাসী সুলতান আহম্মদের বাড়ি ও সম্পত্তি দেখভালের দায়িত্ব পালন করতেন।
এ বিষয়ে মামলার আসামি মহিউদ্দিন বাদল খান বলেন, মিল্টন মুন্সি আমাদের বিরুদ্ধে সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ করেছে। এই ব্যক্তিকে আমরা জীবনে কখনো দেখিনি। এর আগেও তিনি আমাদের হয়রানির জন্য চারটি মিথ্যা মামলা দিয়েছিলেন। আজ আদালত সত্য উদঘাটন করে তাকে দোষী সাব্যস্ত করেছেন—আমরা আদালতের এই ন্যায়বিচারকে স্বাগত জানাই।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন জানান, আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক বাদী মিল্টন মুন্সিকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। একইসঙ্গে মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের পর আদালতের নির্দেশে পুলিশ বাদীকে কারাগারে পাঠান।

-68ef25ab277ba.jpg)