তারেক রহমানের পক্ষে থেকে নির্যাতিত শিশুর পরিবারকে সহায়তা
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকার এক নির্যাতিত শিশুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ওই পরিবারের বাড়িতে আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রকার ফল পৌঁছে দেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেলের শরীয়তপুরের সমন্বয়কারী ও শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থপেডিক বিভাগ) ডা. আকরাম এলাহী।
এ সময় ওই পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারটিকে আইনিসহ সব সহায়তার দেওয়ার আশ্বাস দেন। আর্থিক সহায়তা প্রদানের সময় বিশিষ্ট সমাজসেবক মো. আজহারুল ইসলাম, পল্লি চিকিৎসক আ. সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট শরীয়তপুরের গোসাইরহাটের সাইখ্যা দাতরা এলাকায় সাড়ে তিন বছরের এক কন্যাশিশু ওই এলাকার এক বখাটে কিশোর দ্বারা নির্যাতনের শিকার হয়। পরে শিশুটির পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
