Logo
Logo
×

সারাদেশ

আগুনে পুড়ল দুই পরিবারের ১১ ঘর

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

আগুনে পুড়ল দুই পরিবারের ১১ ঘর

নীলফামারীর সৈয়দপুরে আগুনে ২ পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট দেরানি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা হামিদুর রহমান।

স্থানীয়রা জানান, ওই এলাকার সবুজ ও সাজুর বাড়ি থেকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে চুলার আগুন বা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল তাই মুহূর্তেই ২টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের শুকনা খাবারের ব্যবস্থা করেছি।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা হামিদুর রহমান বলেন, খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি। আগুনে পুড়ে যাওয়া পরিবারের প্রায় ১২ লাখ টাকার মতো ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম