Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছা বাজারে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম

পাইকগাছা বাজারে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

ছবি: সংগৃহীত

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের পাইকগাছা মাছ কাটা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজী।

বুধবার (১৫ অক্টোবর) লিফলেট বিতরণকালে তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই ৩১ দফা কর্মসূচিতে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। এই দায়িত্ববোধ থেকে আমিরুল ইসলাম কাগজী কয়রা ও পাইকগাছার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন পাইকগাছা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, মাছ কাটা সমিতির সভাপতি আ. জব্বার, ইরামত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম