Logo
Logo
×

সারাদেশ

শেরপুরের দুই কলেজে শতভাগ ফেল

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম

শেরপুরের দুই কলেজে শতভাগ ফেল

প্রতীকী ছবি

শেরপুরে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার কমেছে ১০ শতাংশ, দুই কলেজে শতভাগ ফেল। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারা দেশে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। এ শিক্ষ বোর্ডে পাশের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে শেরপুর জেলা।

এ বছর শেরপুরে গড় পাশের হার ৪৮ দশমিক ৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৬৮ শতাংশ কম। জেলায় মোট ৯টি কেন্দ্রে ৩১টি কলেজের পরীক্ষার্থীরা অংশ নেন।

নালিতাবাড়ী উপজেলার হিরণময়ী হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শেরপুর সদর উপজেলার মনমদ দে কলেজে থেকে একজনও পাশ করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় এবারের গড় পাশের হার ৪৮ দশমিক ৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাশের হার ছিল ৫৮ দশমিক ০১ শতাংশ।

এ বছর শেরপুরে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন ৯ হাজার ১২৯ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ২৫৪ জন ও মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৮৭৫ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৮ হাজার ৭৪১ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন।

মোট পাশ করেছেন ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ছেলে ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাশের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

যদিও পাশের হার গতবারের তুলনায় কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, এই বছর পাশের হার অনেক কম, তবে সে তুলনায় শেরপুর ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে আছে।

তিনি আরও বলেন, ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের ক্লাশমুখী হতে হবে।

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম