Logo
Logo
×

সারাদেশ

মাগুরার ৩ কলেজে কেউ পাশ করেনি

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম

মাগুরার ৩ কলেজে কেউ পাশ করেনি

ছবি: যুগান্তর

চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মাগুরার তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেলার সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী কলেজ, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।

তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বজরুক শ্রীকুন্ডী কলেজ থেকে মোট ৮ জন, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন এবং বিরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাগুরার মোট ৩৪ কলেজের মোট ৬ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৪০১ জন কৃতকার্য এবং ৩ হাজার ৮৩৩ জন অকৃতকার্য হয়েছে। সেই হিসাবে জেলায় পাশের হার ৩৭ শতাংশ। পাশের হার শূন্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি নন-এমপিওভুক্ত বলেও তিনি জানান।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, পাশের হার শূন্য হওয়া এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার ৫০ শতাংশের নিচে তাদের মান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী পরীক্ষাগুলোতে তার সুফল পাওয়া যাবে বলে আশা করছি।

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম