মিরপুর থানা আ.লীগের সহ-সভাপতি সোনাগাজীতে গ্রেফতার
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এসডিএম দিদারকে সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম এসডিএম দিদারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
