ত্রিশালে দুই প্রতিষ্ঠানে শতভাগ ফেল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহের ত্রিশালে এক প্রতিষ্ঠানে শতভাগ পাশ, আর শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর ফাজিল মাদ্রাসা থেকে ১৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই পাশ করে।
অপরদিকে হরিরামপুর ইউনিয়নের মোহাম্মদপুরে সানাউল্লাহ আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় ২ জন এবং সদর ইউনিয়নের কোনাবাড়ি ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা থেকে ৩ জন অংশগ্রহণ করে এবং সবাই ফেল করে।
এদিকে ত্রিশাল পৌর সদরে অবস্থিত দুটি কলেজের ফলাফলে দেখা যায়, মহিলা ডিগ্রি কলেজ থেকে ৭১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে মাত্র ৩শ পরীক্ষার্থী এবং সরকারি নজরুল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২০ জন; পাশ করে ৪১০ জন পরীক্ষার্থী।
