Logo
Logo
×

সারাদেশ

চার্জার না দেওয়ায় দোকান থেকে ছুরি এনে যুবককে কুপিয়ে হত্যা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম

চার্জার না দেওয়ায় দোকান থেকে ছুরি এনে যুবককে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে ছুরিকাঘাতে আলামিন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। মোবাইলের চার্জার না দেওয়ায় দোকান থেকে ছুরি এনে তাকে কুপিয়ে হত্যা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা পেট্রল পাম্পসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম এ বিষয়ে নিশ্চিত করেছেন।

নিহত আলামিন মোল্লা (২১) সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের নায়েব আলী মোল্লার ছেলে। তিনি চায়ের দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আল রাফি শেখ তার মোবাইল চার্জ দেওয়ার জন্য আলামিনের কাছে চার্জার চাইতে যান; কিন্তু আলামিন তার চার্জার দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে রাফিকে আঘাত করেন আলামিন। এ সময় আল রাফি তার দোকান থেকে ছুরি এনে আলামিনের বুকে উপর্যুপরি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আলামিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ থানার ওসি মো.শাহ আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাফিকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম