|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরের শীর্ষ লুটেরা ১৯ মামলার আসামি কাজী আবদুল ওয়াদুদ আলফুর বিরুদ্ধে ২০তম মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা ছিল।
আলফু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আদালত তাকে ১ দিনের মঞ্জুর করলেও আদেশ না পাওয়ায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি।
তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড শুনানির দিন গত বৃহস্পতিবার পুলিশ হেফাজতে থাকা কাজী আবদুল ওয়াদুদ আলফু ও তার বাহিনী আদালত চত্বরে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয়। এ ব্যাপারে সাংবাদিক নয়ন সরকার বাদী হয়ে মামলা করেছেন।
মামলাটি দ্রুতবিচার আইনে রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি তানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
গত ৪ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আলফু চেয়ারম্যানকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে।
২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জে গুলি করে পাথর ব্যবসায়ী আব্দুল আলী হত্যাসহ ২০টি মামলা রয়েছে আলফুর বিরুদ্ধে।
